স্পোর্টস ডেস্ক:
আয়ারল্যান্ডের বিপক্ষে শুরুর দুই টি-টোয়েন্টিতে দাপট দেখিয়ে জিতলেও তৃতীয় ম্যাচে বাজেভাবে হেরেছে টাইগাররা। এ ম্যাচে পাওয়ার প্লেতেই ৪ উইকেট খুইয়ে ফেলেছিল বাংলাদেশ। ৭ উইকেটে হারের পর সাকিব বললেন, তারা অ্যাপ্রোচে বদল আনবেন না, খেলবেন আক্রমণাত্মক ঢংয়েই।
ম্যাচ প্রেজেন্টশনে সাকিব বলেন, ‘আমরা ভালো ব্যাট করিনি। উইকেটও হারিয়ে ফেলেছি। যেভাবে খেলতে চাই, সেভাবে খেললে এমন হতে পারে। আমরা আমাদের অ্যাপ্রোচে বদল আনতে চাই না। ভালো টিম হতে চাইলে এভাবেই খেলতে হবে।’
আক্রমণাত্মক ঢংয়ে খেললে কোনো দিন সফল, আর কোনো দিন ব্যর্থ হতে হয়- সাকিবের কথায় উঠে আসল এই সুর। তিনি বলেন, ‘আমরা হয়তো কিছু ম্যাচে ব্যর্থ হব। কিছুদিনের মধ্যেই আবার টেস্ট খেলব। ঢাকা যাব, দেখেন কী হয়। ইংল্যান্ড সিরিজের পর অনেক ভালো খেলছি। আজকের দিনটা আমাদের ছিল না, এর ক্রেডিট আয়ারল্যান্ডের।’
তৃতীয় ও সবশেষ টি-টোয়েন্টিতে ৪১ রানে ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে শামিম হোসেনের ব্যাটে ১২৪ রানের সংগ্রহ পায় টাইগাররা। শামিম করেন ৫১ রান। বাকিদের মধ্যে রনি তালুকদার ১৪, নাসুম আহমেদ ১৩ ও তাওহিদ হৃদয় ১২ রান করেন। আয়ারল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন মার্ক অ্যাডায়ার। ম্যাথুও হাম্ফ্রেস নেন ২ উইকেট। একটি করে উইকেট পান ফিওন হ্যান্ড, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, বেঞ্জামিন হোয়াইট ও গ্যারেথ ডেলানি।
জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড। পল স্টার্লিং ৭৭, কার্টিস ক্যাম্ফার ১৬ ও হ্যারি টেক্টর করেন ১৪ রান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ও রিশাদ হোসেন।