আহাদুর রহমান জনি:
সাতক্ষীরার তালায় মারফতি ফকির এজাহার আলীর স্মরণে ৯২ তম সাধু সম্মেলন। শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ সম্মেলন বুধবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত্। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রত্যেক ধর্মের মূল কথা হলো মানবসেবা। মানব সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। আজ আগে সাধু সম্মেলনে মানবসেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।
সাধু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম বলেন, আমাদের পরম সৌভাগ্য এবার রমজান মাসে আমাদের সাধু সম্মেলন হচ্ছে। আগামী চারদিন ব্যাপী এ ধর্মীয় সম্মেলন চলবে। পবিত্র মাহে রমজানের পবিত্রতা বজায় রেখে আমরা সম্মেলন শেষ করব। দূর দূরান্ত থেকে যারা এ সম্মেলনে যোগদান করেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, নোয়াপাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জালাল উদ্দিন ফকির, সোনা কর্মকর্তা অল্প অল্প অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গাজী আব্দুল জলিল, উপজেলা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম খা বুধু, যুব সংহতি দর ভারপ্রাপ্ত সভাপতি এস এম তকিম উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান। কুষ্টিয়া থেকে আগত দরবেশ শরিফুল, চুয়াডাঙ্গা থেকে আগত দরবেশ রুহুল আমিন। এছাড়া বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু দরবেশগণ।