বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে:
আশাশুনি উপজেলার বুধহাটায় দিনের বেলায় গলায় রশি দিয়ে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে বলে জানাগেছে। শনিবার দুপুর ১২.৩০ টার দিকে বুধহাটা গ্রামে ব্যাংদহা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ইসমাইল মোড়লের স্ত্রী জয়গুন বিবি (৫৫)। জানাগেছে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে স্বামীর উপর অভিমান করে নিজেও ঘরে আডার সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন জয়গুন বিবি। পরে পরিবারের সদস্যরা ঘরের আর সাথে জয়গুন বিবির লাশ ঝুলতে দেখে দ্রুত তাকে উদ্ধার করেন।
খবর পেয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিয়াবুল ইসলাম শিহাব, মহিলা কনস্টেবলের সহায়তায় সুরতহাল রিপোর্ট শেষ করেন। পিতার উপর অভিমানে মায়ের মৃত্যুতে মেয়ে রেশমা খাতুন সেলিনা খাতুন নার্গিস খাতুন ও বিলকিস খাতুনের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জয়গুন বিবির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।