
জাতীয় ডেস্ক:
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) সাবেক অধ্যক্ষ ও উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল, তা থেকে তাকে অব্যাহতি দিয়েছে প্রতিষ্ঠানটির ছয় সদস্যের তদন্ত কমিটি।
নিটারের গভর্নিং বডির ৬২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন মিজানুর রহমান।
২০২১ সালের নভেম্বরে সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটে সৃষ্ট পরিস্থিতিতে মিজানুর রহমান নিটারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন।পরবর্তী সময়ে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা মিজানুরের বিরুদ্ধে নিটারের গভর্নিং বডির কাছে লিখিতভাবে যৌন হয়রানি, আর্থিক ও প্রশাসনিক অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের বিভিন্ন অভিযোগ করেন।
এরপর অভিযোগের বিষয়ে তদন্তের জন্য নিটারের গভর্নিং বডি ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিতে আহ্বায়ক হিসেবে ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন।
বুধবার তিনি জাগো নিউজকে বলেন, তার বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন অভিযোগকারীরা। তারা (অভিযোগকারীরা) বলছেন, কোনো এক পরিস্থিতিতে তারা প্রলুব্ধ হয়ে সেটা করেছিলেন। এজন্য মিজানুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে অভিযোগ থেকে।