
স্পোর্টস ডেস্ক:
আল-নাসরের জার্সিতে সৌদি আরবে ফুটবল জাদু দেখিয়ে এবার নিজ দেশে ফিরেছেন মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। লক্ষ্য উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচ। পর্তুগালে ফিরে অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ মার্চ) গত রাত পৌনে ২টায় ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচ মুখোমুখি হবে লিখটেনস্টেইন ও পর্তুগাল। সে ম্যাচের জন্যই নিজ দেশে ফিরেছেন সিআরসেভেন।
বিশ্বকাপ ব্যর্থতার পরে অনেক পরিবর্তন এসেছে পর্তুগাল শিবিরে। ফেডারেশনের হস্তক্ষেপে কোচের পদ থেকে বাদ দেয়া হয় ফার্নান্দো সান্তোস। নতুন দায়িত্ব পান বেলজিয়াম ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি জয় পাওয়া কোচ রবার্তো মার্টিনেজ।
এরপরই বিশ্বকাপে উপেক্ষিত রোনালদোকে দলে ফেরান মার্টিনেজ। বুড়ো বলে ছুড়ে ফেলেছিলেন সান্তোস। কিন্তু রোনালদোর অভিজ্ঞতাকে ঠিকই মূল্যায়ন করলেন নতুন কোচ।
প্রথম দিনের অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন সিআরসেভেন। দীর্ঘদিন পর জাতীয় দলে নিজের হারানো সম্মান ফিরে পাওয়াতেই হয়তো চনমনে ছিলেন তিনি। সময় কাটিয়েছেন সতীর্থদের সঙ্গে। অংশ নিয়েছেন কোচদের পরিকল্পনা সাজাতেও।
রোনালদোর মতো বিশ্বকাপের পর দলে ফিরেছেন দিয়েগো জোতা। ইনজুরির কারণে কাতার আসর থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। তবে ইনজুরির কারণে ডাগ আউটে বসে থাকতে হবে তারকা খেলোয়াড় পেপেকে।