বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে:
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছুট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সকালে স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিরঞ্জন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম), সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আনুলিয়া ইউপি সাবেক চেয়ারম্যান আলমগীর আলম লিটন, সহকারী শিক্ষক সবুজার রহমান।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক আবু দাউদ ও সহকারী শিক্ষক হিমাংসু কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, আলহাজ্ব রশিদুল আলম, মোকসেদ মোড়ল সহ ইউনিয়নের মুক্তিযোদ্ধা বৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এবছর বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ১৩০ শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং ৭৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
বিদায় অনুষ্ঠান শেষে বিশেষ আকর্ষণীয় সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গোপালগঞ্জের বিখ্যাত বাউল শিল্পী নিতুবালা, খুলনা থেকে আগত শিল্পী ও স্থানীয় শিল্পীরা নিত্য পরিবেশন করেন।