
জাতীয় ডেস্ক:
ছয় পর্যটক নিয়ে ভারতের পর্যটন জাহাজ গঙ্গাবিলাস বরিশাল নদীবন্দরে এসে পৌঁছেছে।
সোমবার (২০ মার্চ) বিকেল সাড়ে তিনটায় এই জাহাজটি চারজন জার্মান ও দুইজন সুইজারল্যান্ডের পর্যটক নিয়ে বরিশাল নদীবন্দরে নোঙর করে।
এ সময় তাদের অভ্যর্থনা জানান অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার এবং বিআইডব্লিউটিএ ও টুরিস্ট পুলিশের কর্মকর্তারা।
এ সময় পর্যটকরা জানান, তারা বাংলাদেশে এসে খুব আনন্দিত। বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য তাদের আনন্দ দিয়েছে।
পর্যটকদের সঙ্গে স্থানীয় গাইড হিসেবে রয়েছে জার্নিপ্লাস নামক একটি ভ্রমণ সংস্থা। এই সংস্থার কর্মকর্তা কায়েস খান জানান, গত ১ লা মার্চ ভারতের আসামের ডিব্রুগড় দিয়ে পর্যটক নিয়ে এই ভ্রমণ জাহাজটি রওনা দিয়েছে, বাংলাদেশের কুড়িগ্রামের চিলমারী থেকে এটি গত ১৩ মার্চ বাংলাদেশে প্রবেশ করে। ইতোমধ্যে পাবনা, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জ হয়ে আজ বিকেলে বরিশালে বন্দরে পৌঁছেছে।
আগামীকাল এটি বরিশাল থেকে রওনা দিয়ে ঝালকাঠি, মংলা, বাগেরহাট, খুলনা ও সুন্দরবনের ভিতর আংটিহারা সীমান্ত দিয়ে কলকাতায় পৌঁছাবে।
বরিশালে এসে তারা আজ অক্সফোর্ড মিশন চার্চ ও আগামীকাল বিকেল পর্যন্ত বানারীপাড়া ও পিরোজপুরের কুড়িয়ানার জলপথ ও ভাসমান বাজার ঘুরে দেখবেন।
এদিকে বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ গঙ্গাবিলাস এর আগে ১৩ জানুয়ারি বারানসী থেকে যাত্রা শুরু করে ফেব্রুয়ারিতে বাংলাদেশে ঢুকে আসামে গিয়ে ৫১ দিনের যাত্রা শেষ করে ফিরতি পথে তারা পুনরায় আসাম থেকে যাত্রা শুরু করে বলে জানায় ভ্রমণ সেবা প্রতিষ্ঠান জার্নি প্লাসের কর্মকর্তা।