
জাতীয় ডেস্ক:
আগামী ২২ মার্চ সারাদেশের ন্যায় নেত্রকোনাতেও চতুর্থ পর্যায়ের জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নেত্রকোনা জেলার ১০টি উপজেলার ৯ টিকেই ভূমি ও গৃহহীন ঘোষণা করা হবে।
এ উপলক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে সোমবার সকালে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর ভূমি ও গৃহ হস্তান্তর কাজের বিবরণ তুলে ধরা হয়।
জেলা প্রশাসক জানান, আগামী ২২ মার্চ সারা দেশের ন্যায় ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে দিয়েই নেত্রকোনার ৯টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে।
তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ৫৯৬টি এবং চতুর্থ পর্যায়ের ৬০৬টি সহ মোট ১২০২টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়াত দলিল ও খতিয়ান প্রদান করা হবে।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মনসুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) অনিমেষ সোম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার ও সদর উপজেলা ভূমি সহকারী আকলিমা আক্তার।