নড়াইল সংবাদদাতা:
নড়াইল সদর উপজেলার মিরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব হোসেনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ১৯ মার্চ রোববার সকালে মিরাপাড়া স্কুল মাঠে এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চেয়ে অভিভাবক,শিক্ষার্থীরা ও স্থানীয় জনগন বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতি ঢাকতে এলাকার প্রভাবশারীদের ছত্রচায়ায় ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করে চলেছেন। সুকৌশলে ম্যানেজিং কমিটি বন্ধ রেখে ভূয়া বিল ভাউচার করে বিদ্যালয়ের ফান্ডের টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া ক্ষমতার অব্যবহার করে কিশোর গ্যাং তৈরী করে আশপাসের গ্রামের ছাত্র-ছাত্রীদের মধ্যে দন্ধ সৃষ্টি করে শিক্ষার পরিবেশ নষ্ট করছেন। এর আগেও নানা অভিযোগে তুলারামপুর ও দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে আয়ুব হোসেনকে বরখাস্ত করা হয়েছিল। পরবর্তীতে প্রভাবশালীদের ধরে টাকা পয়সা দিয়ে মিরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এখানেও তিনি শুরু থেকেই অনিয়ম দূর্নীতে জড়িয়ে পড়েন।
এ সকল অভিযোগ বিষয়ে প্রধান শিক্ষক আয়ুব হোসেন অস্বীকার করে বলেন , আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বনোয়াট, কিছু স্বার্থন্বেসী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।
এ সময় স্কুলের অভিভাবক,শিক্ষার্থীরাসহ এলাকা কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন।