
আন্তর্জাতিক ডেস্ক:
ইমরান খানের নির্বাচনী সমাবেশ ঘিরে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে আবারও ১৪৪ ধারা জারি করেছে প্রাদেশিক কর্তৃপক্ষ। শনিবার দিবাগত গভীর রাতে ১৪৪ ধারা জারি করা হয়।
আজ রবিবার লাহোরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরানের ওই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
খবর পাকিস্তানের সংবাদমাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউনের।
খবরে বলা হয়েছে, ইমরান খানের সমাবেশ ঘিরে সহিংসতার আশঙ্কার কারণে লাহোরে একদিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে পাঞ্জাব সরকার। রবিবারের সমাবেশের আগে শনিবার গভীর রাতে এই পদক্ষেপের কথা ঘোষণা করা হয়।
তাছাড়া পাঞ্জাব সরকার সতর্ক করে বলেছে, পরিস্থিতি ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে’ সভা-সমাবেশের ওপর এই নিষেধাজ্ঞা বাড়ানো হতে পারে।