
নড়াইল সংবাদদাতা:
নড়াইলের লোহাগড়া উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম(মোল্লার মাঠ)। এই মাঠেই শুক্রবার (১০ মার্চ) সকালে আয়োজন করা হয় জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
মাঠের চারপাশে বিভিন্ন রংয়ের পতাকায় সাজানো হয়। কয়েক হাজার দর্শক প্রতিযোগিতা উপভোগ করতে ভিড় জমান।
ক্রীড়াপ্রেমি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান একগুচ্ছ বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব,জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো.আশিকুর রহমান মিকু,লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আজগর আলী,লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন,লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো,হায়াতুজ্জামান হায়াত,জেলা ক্রীড়া সংস্থার সহকারি সাধারণ সম্পাদক কৃঞ্চপদ দাশ,যুগ্ম সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম,বিজয় বিহারি ঘোষসহ জেলা,উপজেলা ক্রীড়া সস্থার কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় জেলা এবং উপজেলা হতে প্রায় শতাধিক প্রতিযোগি এতে অংশ গ্রহণ করেন।
প্রতিযোগিতার বেশিরভাগ ইভেন্টের সব কয়টি পুরস্কার লোহাগড়া উপজেলা ক্রীড়া সংস্থার নারী ও পুরুষ ক্রীড়াবিদেরাই দখল করে নেন। আজ (শনিবার ১১ মার্চ) বার্ষিক সাইক্লিং প্রতিযোগিতার মধ্য দিয়ে ক্রীড়াযজ্ঞ সম্পন্ন হয়।