
নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ কয়েক যুগ পর আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা হাট বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শনিবার। নির্বাচন উপলক্ষে প্রার্থীরা শেষ বারের মত যাচ্ছেন ভোটারদের দুয়ারে-দুয়ারে এবং দিচ্ছেন প্রতিশ্রুতি। নির্বাচনী তফসিল অনুযায়ী আজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে ভোট গ্রহণ। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নুরুজ্জামান জুলু (আনারস) প্রতীক, মঞ্জুরুল ইসলাম মহিদ (হরিণ) প্রতীক ও আশরাফুল ইসলাম (ছাতা) প্রতীক নিয়ে জোর প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এছাড়া সাধারণ সদস্য (৪টি পদ) পদে আরিফুল ইসলাম (আপেল) প্রতীক, মোস্তাক আলী (কলস) প্রতীক, হাফিজুল ইসলাম (দেয়ালঘড়ি) প্রতীক, কেসমত আলী (মাছ) প্রতীক, জাহাঙ্গীর হোসেন (মোরগ) প্রতীক, আব্দুল মান্নান শেখ (টিউবওয়েল) প্রতীক, মেহেদী হাসান বিপুল (তালাচাবি) প্রতীক, আব্দুল আজিজ (ফুটবল) প্রতীক, সহিদুল ইসলাম (ফ্যান) প্রতীক ও মিলন হোসেন (ব্যাট) প্রতীক নিয়ে জোর প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে বাজার থেকে শুরু করে বাজারের পাশ্ববর্তী এলাকা গুলো পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে বর্তমানে নির্বাচনী আমেজ লক্ষ করা গেছে। আজ শনিবার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুলে বিরতিহীন ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।