
জাতীয় ডেস্ক:
ঢাকা থেকে বরিশালগামী গোল্ডেন লাইন বাসে তল্লাশি চালিয়ে ১০০ মরফিন ইনজেকশনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে বরিশাল এয়ারপোর্ট থানার রহমতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সদর উপজেলার চরকাউয়া দিনারের পুল এলাকার হাওলাদার বাড়ির মৃত হারুনর রশীদের মেয়ে ইসরাত জাহান (২৪) ও তার স্বামী একই এলাকার মুয়াজ্জেম হোসেন হাবিবের ছেলে ইসতিয়াক আহমদ খান (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোল্ডেন লাইন বাসে তল্লাশি চালিয়ে ইসরাত জাহানের হ্যান্ডব্যাগ থেকে চারটি প্যাকেটে মোট ১০০ পিস জি-মরফিন উদ্ধার করা হয়। এসময় ইসরাত জাহান ও তার স্বামী ইসতিয়াক আহমদ খানকে আটক করা হয়।
সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে বরিশাল এয়ারপোর্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।