
জাতীয় ডেস্ক:
রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে মৃত্যুর দায় রাজউকের ওপর পড়ে বলে মন্তব্য করেছেন সংস্থাটির পরিচালক (জনপাস) আমিনুল ইসলাম।
বুধবার (৮ মার্চ) সিদ্দিকবাজারে বিস্ফোরণ স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মগবাজার বিস্ফোরণ, সায়েন্সল্যাব এবং সব শেষ সিদ্দিকবাজারে বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট দায়িত্বে থাকা প্রতিষ্ঠান রাজউকের দায় রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মৃত্যুর দায় রাজউকের ওপর একটু তো যাবেই এটা স্বাভাবিক।’
উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। কয়েকজন নিখোঁজ রয়েছেন। এরপর শুরু হওয়া উদ্ধার অভিযান রাত পৌনে ১১টার দিকে স্থগিত করা হয়। বুধবার (৮ মার্চ) সকালে ফায়ার সার্ভিস আবার উদ্ধার কাজ শুরু করে।