
জাতীয় ডেস্ক:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) এপ্রিল-২০২৩ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা পেছানোর দাবিতে ক্লাস বর্জন ও প্রতিষ্ঠানের দুই প্রবেশপথে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেন তারা। এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন ।
শিক্ষার্থীরা জানান, ২০২২ সালের ১২ ডিসেম্বর শুরু হওয়া চলতি সেমিস্টার (৬ মাস) শেষ হওয়ার কথা এপ্রিল মাসে। তবে ৫ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তি দিয়ে জানায় ২৯ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে। এনিয়ে সেদিনই প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। পরে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি স্মারকলিপি দেন তারা। দাবি না মানায় আবারো মঙ্গলবার সকাল থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী রাশেদুল কবির রবিন বলেন, ‘১২ ডিসেম্বর আমাদের বর্তমান সেমিস্টার শুরু হয়েছিল। যেটা শেষ হওয়ার কথা এপ্রিল মাসে। এরপর পরীক্ষা হওয়ার কথা। তারা পুরো ছয় মাসের টাকা নিলেও ক্লাস কম নিচ্ছে ও আগেই পরীক্ষা নিয়ে নিচ্ছে। এজন্য আমরা সোমবার স্মারকলিপি দেই। এরপরেও তারিখ না বদলানোয় মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসে তালা মেরে আমরা প্রতিবাদ করছি। আমরা চাই সেমিস্টার শেষ করে তারপর আমাদের পরীক্ষা নেওয়া হোক।’
আইন বিভাগের দ্বিতীয় সেমিস্টারের অপর এক শিক্ষার্থী বলেন, আমাদের ছয় মাসের সেমিস্টার চার মাসেই শেষ করা হচ্ছে। এজন্য আন্দোলন করছি।
গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের বিভাগীয় প্রধানদের নিয়ে সভায় বসেছি। পরীক্ষা এখন নিলে বা পিছিয়ে নেওয়া হলে সেটি শিক্ষার্থীদের কতটা লাভ বা ক্ষতি করবে তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’