
আহাদুর রহমান জনি:
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে সাতক্ষীরায় জনসভা ও জয় বাংলা কনসার্টে যোগ দিয়ে অন্য যে কোন সময়ের চেয়ে আওয়ামী লীগের অবস্থান শক্তিশালী বলে জানিয়েছেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদ শাহাদাৎ হোসেন। এসময় তিনি আরও বলেন জননেত্রী চাইলে আওয়ামী লীগ আরও একটি মুক্তিযুদ্ধ করে জয়ী হতে পারে। জামায়ত-বিএনপির প্রতি হুংকার দিয়ে তিনি বলেন, আমাদের সংগঠন প্রাচীনতম সংগঠন। সংগ্রাম আমাদের রন্ধ্যে রন্ধ্যে। আপনাদের চক্রান্ত রাজপথে নষ্যাৎ করবো ইনশাল্লাহ।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান অসলে, মো. গোলাম মোর্শেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, বাঁশদহা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার মহসিন কবির পিন্টু, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রহিল উদ্দিন সরদার, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, সাবেক ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফজলুর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবদুল গফুর, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান ময়ুর ডাক্তার, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলম, সাধারণ সম্পাদক মো. তাজঊল ইসলাম, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু বক্কার সিদ্দিক, শিবপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এসএম আবুল কালাম, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার আচার্য্য, যুবলীগ নেতা এ্যাড তামিম আহমেদ সোহাগ, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমূখ। এসময় জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগসহ আওয়ামী লীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।