
জাতীয় ডেস্ক:
রেকর্ড পরিমাণে বরাদ্দ কমছে চলতি অর্থবছরের (২০২২-২৩) বার্ষিক উন্নয়ন বাজেটে (এডিপি)। চলতি অর্থবছরে এডিপিতে বরাদ্দ ছিল দুই লাখ ৪৬ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে সাড়ে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ কমে তা হয়েছে দুই লাখ ২৭ হাজার কোটি টাকা।
তবে এই বরাদ্দের মধ্যে এক লাখ ৬২ হাজার ৭২৯ কোটি ৮০ হাজার টাকা বরাদ্দ ১০টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য। যা মোট বরাদ্দের প্রায় ৭৩ শতাংশ (৭২ দশমিক ৭৪ শতাংশ)।
বুধবার (১ মার্চ) শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়।
সভায় বরাদ্দের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ১০টি মন্ত্রণালয় ও বিভাগ। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।
এনইসি সভা সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগে ৩৯ হাজার ৫৬৩ কোটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ২৯ হাজার ৮৯৬ কোটি, বিদ্যুৎ বিভাগে ২৫ হাজার ২৪৬ কোটি, রেলপথ মন্ত্রণালয়ে ১২ হাজার ৫৯৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ১২ হাজার ২৪৩ কোটি, পানিসম্পদ মন্ত্রণালয়ে ১১ হাজার ৩৩২ কোটি, স্বাস্থ্য সেবা বিভাগে ৯ হাজার ৭৮০ কোটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৭ হাজার ৭৮৪ কোটি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ৭ হাজার ২১৮ কোটি এবং সেতু বিভাগে ৭ হাজার ৬৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে সংশোধিত এডিপিতে।