
জাতীয় ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিভুক্ত রাজশাহী ইনস্টিটিউট অব বয়োসায়েন্সের পরিচালকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটোকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে কাজলা ফটোকে ইনস্টিটিউটের পরিচালক হাফিজুর রহমানকে মারধরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং প্রক্টর দপ্তরে পাঠায়।
নগরের মতিয়ার থানার ওসি হাফিজুর রহমান জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হঠাৎ তার ওপর চড়াও হয়। এ সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ জানালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।