
আন্তর্জাতিক ডেস্ক:
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। তীব্র ঝড়ের কারণে দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে সেখানকার অন্তত ১ লাখ ২০ হাজার মানুষ। এরইমধ্যে আরও তুষারঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
বম্ব সাইক্লোনের রেষ কাটতে না কাটতেই আবারও ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। গত কয়েক দিন ধরেই তুষারঝড় আর বৃষ্টিতে নাজেহাল ক্যালিফোর্নিয়া। দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এমন শক্তিশালী তুষারঝড় আগে কখনো দেখা যায়নি।
এমন পরিস্থিতিতে বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে এখানকার এক লাখ ২০ হাজার মানুষ। এছাড়া বন্যার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে যান চলাচল।
ভারী বৃষ্টি এবং তুষারপাতের শঙ্কায় রোববার থেকে বুধবার পর্যন্ত যেকোনো ধরনের ভ্রমণ এড়িয়ে যেতে বলা হয়েছে।
লস অ্যাঞ্জেলেসেও চলছে তুষারঝড়। সান্টা ক্ল্যারিটায় হচ্ছে প্রবল তুষারপাত। শনিবার লস অ্যাঞ্জেলেসে বজ্রপাতের কারণে কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিলো সমুদ্র সৈকত।
উত্তর ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রা রেকর্ড পরিমাণ নেমে গেছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
সান ফ্রান্সিসকোতে তাপমাত্রা এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে রেকর্ড পরিমাণ কমে গেছে। উপসাগরীয় এলাকায় রেকর্ড পরিমাণ তুষার পড়েছে। অতিরিক্ত তুষারপাতের কারণে দেখা দিয়েছে বন্যার শঙ্কা।
এদিকে, ক্যালিফোর্নিয়ার প্রতিবেশী অঙ্গরাজ্য ওরেগনের একটি কাউন্টিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
বছরের শুরুতেই বম্ব সাইক্লোন হানা দেয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। তুষারঝড়ে দেশটির নানা প্রান্তে তাপমাত্রা নেমে গিয়েছিল হিমাঙ্কের ৪০-৪৫ ডিগ্রি নিচে।
সেই তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছিল ফ্লোরিডা, জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনা, নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া।