
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় র্যাবের অভিযানে জাহাঙ্গীর আলম নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। আটক জাহাঙ্গীর আলম (৩৩) সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার ব্রজপাটলী এলাকার আনসার গাজীর পুত্র ।
র্যাব-৬ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবত সাতক্ষীরা জেলা সহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গত ২০১৩ সালের আগস্ট মাসে আসামী জাহাঙ্গীর আলমকে ১০২২ বোতল ফেন্সিডিলসহ নড়াইল জেলা ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয় এবং আসামীর নামে নড়াইল জেলার সদর থানায় মাদক মামলা হয়। বিজ্ঞ আদালত হতে উক্ত মামলায় জামিন পেয়ে আসামী তার মাদক ব্যবসা পুনরায় চালু করে। আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। উক্ত মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন সাজাসহ অর্থদন্ড প্রদান করেন। তবে আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তীদেশ ভারতসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে।
পরে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৩) র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন নলতা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।