
বিনোদন ডেস্ক:
ভারতের খ্যাতিমান গীতিকার ও কবি জাভেদ আখতারের বক্তব্য নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের শিল্পীরা। পাকিস্তানে বসেই পাকিস্তানের সমালোচনা করেছেন তিনি। এই সমালোচনার জেরে ভারতীয় অনেকেই তাঁর প্রশংসা করেছিলেন।
এত দিন চুপ থাকলেও পাকিস্তানি শিল্পীরা সম্প্রতি এ নিয়ে সক্রিয় হয়েছেন। পাকিস্তানের লাহোরে আয়োজিত এক অনুষ্ঠানে জাভেদ আখতার স্মরণ করিয়ে দেন ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনার কথা। যার নেপথ্যে ছিল পাকিস্তানভিত্তিক একটি জঙ্গি সংগঠন। সেই অনুষ্ঠানে দেওয়া জাভেদ আখতারের বক্তব্যের উত্তর দিলেন পাকিস্তানি অভিনেতা শান শাহিদ। তিনি বলেন, ‘জাভেদ আখতার পাকিস্তানে এসে মুম্বাইয়ে হামলাকারীদের খুঁজছেন। কিন্তু ভারতের গুজরাটে যখন মুসলমানদের হত্যা করা হলো তখন তিনি চুপ ছিলেন।’ অনুষ্ঠানে এই অভিনেতা জানতে চান, জাভেদ আখতারকে পাকিস্তানে আসার ভিসা কে দিয়েছে?
পাকিস্তানের ওই অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতে ফিরে এসেছেন জাভেদ আখতার। দেশে ফিরে তিনি জানিয়েছিলেন, তাঁর ওই কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত পাকিস্তানিরা হাততালি দিয়ে তাঁকে সমর্থন জানিয়েছেন। তাঁকে আপ্যায়নও করেছেন। কিন্তু তাঁর এই কথা ভালোভাবে নেননি পাকিস্তানি অভিনেত্রী আনুশে আশরাফ।
জাভেদ আখতারের বক্তব্য শুনে হাততালি দেওয়া পাকিস্তানিদেরও একহাত নিয়েছেন এই অভিনেত্রী। এক টুইটে আনুশে আশরাফ লিখেছেন, ‘অতিথিকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য। তবে তা নিজের সম্মান নষ্ট করে নয়। দেখে মনে হয়েছে, অনেকে জাভেদ আখতারকে খুশি করায় ব্যস্ত ছিলেন। আমরা যদি তাঁকে এত সম্মান না দিতাম, তাহলে তিনি বলতে বলতে ক্লান্ত হয়ে যেতেন।’
পাকিস্তানি আরেক অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘যারা নিজেরা নিজেদের সম্মান করতে জানে না, তাদের বাইরের মানুষ কীভাবে সম্মান করবে। শিল্পীদের কোনো সীমানা না থাকতে পারে, কিন্তু মানসম্মানের তো সীমা রয়েছে। পাকিস্তানে এসে কেউ আপনাদের অপমান করে যাচ্ছে আর আপনারা তাকে সম্মান দেখাচ্ছেন। কী লজ্জা!’
২০০৮ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ে তাজ হোটেল, ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশনসহ প্রায় ১২টি স্থাপনায় একযোগে সন্ত্রাসী হামলা হয়। এ হামলায় ১৬৬ জন নিহত হন।
এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করে আসছে ভারত। আর এই হামলায় জড়িত ব্যক্তিরা এখনো পাকিস্তানে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ তুলেছেন জাভেদ আখতার।