
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:
স্কুল কলেজ পড়ুয়া যুবকদের মাদক সেবন ও জঙ্গিবাদসহ বিভিন্ন ধরনে খারাপ কাজ থেকে বিরত রাখতে এই প্রথম শ্যামনগর উপজেলা ভুরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবুর উদ্যোগে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। বুধবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় ভুরুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের সকল সদস্য ও সদস্যাগন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন, দরগাহপুর এনডিএস ফাজিল মাদ্রাসারা ইংরেজী প্রভাষক মোঃ তৈয়েবুর রহমান, শ্যামনগর কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক আবু তৌহিদ, ইউনিয়ন স্বাস্থ্য কর্মী মোঃ আতাউর রহমান, গ্রীস প্রবাসী মোঃ আবু সাঈদ, ভ‚রুলিয়া আ’লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীরুল আলম লাভলু, সাংবাদিক মোঃ জিয়াউর রহমান প্রমুখ। খেলাটি সম্প্রচার করেন, মোঃ আবু সাঈদ রানা। খেলায় ভুরুলিয়া, শ্যামনগর, গাবুরা, নূরনগর, মুন্সিগঞ্জ, আটুলিয়া, রমজাননগর ও ঈশ্বরীপুর ইউনিয়ন অংশগ্রহণ করেন। খেলাটি তুমুল লড়ায়ের মাধ্যমে শ্যামনগর ও ভুরুলিয়া ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে হাড্ডা হাড্ডি লড়য়ের মধ্যদিয়ে ভুরুলিয়া দলকে পরাজিত করে শ্যামনগর দল জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী দলকে ১৮ ইঞ্চি ট্রফি প্রদান করেন চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু। রানার্সআপ দলকে ১২ ইঞ্চি ট্রফি প্রদান করেন প্রভাষক মোঃ তৈয়েবুর রহমান। খেলায় স্পন্সর হিসাবে অংশ গ্রহণ করে খান বান্নানুল বান্না ও কুয়েত প্রবাসী মোঃ রবিউল ইসলাম। খেলায় প্রায় ৩শতাধিক দর্শকের সমাগম হয়। চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু খেলায় সমাপনী বক্তব্যে বলেন, আমি বিনোদনকে পছন্দ করি।
“মাদককে না বলি, ক্রীড়াকে হ্যা বলি” এই স্লোগানকে সামনে রেখে আমার এলাকার যুব সমাজদের সুরক্ষিত রাখার জন্য এই টুর্নামেন্টের আয়োজন করেছি। আমি আশা করি আমার এলাকার যুব সমাজ মাদককে না বলে ক্রীড়াকে আকড়ে ধরতে সক্ষম হবে। সংস্কৃতিক-বিনোদন ও খেলাধুলার পরিবেশ সৃষ্টিসহ এলাকার সকল স্কুল-কলেজের মাঠগুলোকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া অপরিহার্য। বাংলাদেশের বর্তমান সরকার দেশে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে। আমার শিক্ষাব্যবস্থা, কৃষ্টি-কালচার চর্চার প্রতিবন্ধক হিসেবে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মাদক বিরাজ করছে। আসুন, মাদকের ভয়াবহতা রোধে আজই শপথ গ্রহণ করি। এই মরণব্যাধির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আওয়াজ তুলি “মাদককে না বলি, অপরাধমুক্ত সমাজ গড়ি”।