
ওমর ফারুক মুকুল :
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান ২১শে ফেব্রুয়ারী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ ফেব্রুয়ারী, ২৩ ইং সকাল ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলি, সরকারী কেবিএ কলেজের শিক্ষক আবু তালেব, ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, সখিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, টাউনশ্রীপুর শরচ্ন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।