
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও এনজিও মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ অংশ নেন। সভায় ৩টি এনজিও তাদের কর্মকান্ডের উপর প্রতিবেদন উপত্থাপন করে এবং সকল এনজিও প্রতিনিধি আলোচনা রাখেন।