সাতনদী ডেস্ক: সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অধুনালুপ্ত দৈনিক সাতক্ষীরা
চিত্রের সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আনিসুর রহিম ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি………রাজিউন)। মঙ্গলবার (৩ জানুয়ারী) বেলা সোয়া
১টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে সুন্দরবন ভ্রমনকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আনিসুর রহিমের মরদেহ বুধবার সকাল ১০ টায় সাংবাদিক সমাজ সহ সর্বসাধারনের বিন¤্র শ্রদ্ধা নিবেদনের জন্য সাতক্ষীরা প্রেসক্লাবে নেয়া হবে। এরপর বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তাঁর জানাজা শেষে কামালনগর সরকারি
কবরস্থানে তাঁকে দাফন করা হবে। এদিকে বর্ষিয়ান এই সাংবাদিকের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে।
সাতক্ষীরা প্রেসক্লাব: অধ্যক্ষ আনিসুর রহিমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা
জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল
সদস্যবৃন্দ।
জেলা সাংবাদিক ফোরাম: শোক প্রকাশ সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম রেজিঃ নং (৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন সহ নেতৃবৃন্দ।
তালা প্রেসক্লাব: গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন তালা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, সভাপতি এস,এস নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান, দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন প্রমুখ।
কলারোয়া প্রেসক্লাব: আনিসুর রহিমের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক বিবৃতি দাতারা হলেন: কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ।
ওয়ার্কার্স পার্টি: গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর অন্যতম সদস্য ও তালা-কলারোয়া-১ আসনের সাংসদ কমরেড এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক এড, ফাহিমুল হক কিসলু, কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড সাবীর হোসেন, জেলা পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আবেদুর রহমান, কমরেড ময়নুল হাসান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড অজিত কুমার রাজবংশী, কমরেড নাসরীন খানম লিপি, জেলা সদস্য কমরেড আব্দুল জলিল মোড়ল, কমরেড রফিকুল ইসলাম, কমরেড আব্দুর রউফ, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড নির্মল সরকার, কমরেড হিরন্ময় মন্ডল, কমরেড শিব পদ গাইন প্রমূখ।
জেলা জাসদ: অধ্যক্ষ আনিসুর রহিমের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা জাসদ। বিবৃতিদাতারা হলেন জেলা জাসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজি রিয়াজ, জেলা জাসদ সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সহ সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলী সহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ।
আশাশুনি উপজেলা সাহিত্য পরিষদ: অধ্যক্ষ আনিসুর রহিমের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে আশাশুনি উপজেলা সাহিত্য পরিষদ। সাহিত্য পরিষদের সভাপতি মিসেস কামরুন নাহার কচি ও সাধারণ সম্পাদক রুবেল হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও অধ্যক্ষ আনিসুর রহিমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে।