নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে দলুয়া সড়কে চার কিঃ মিঃ সড়কে জরাজীর্ণ অবস্থার কারনে জনদূর্ভোগ চরমে পৌঁছে গেছে । এতে প্রতিনিয়ন ভোগান্তি পোহাতে হচ্ছে রাস্তায় চলাচল রত যানবাহন চালক সহ সাধারন যাত্রীদের। স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধির চরম অবহেলার কারনে রাস্তাটির বেহাল দশা বলে অভিযোগ জনসাধারণের। এদিকে দ্রব্য মূল্যের অত্যাধিক দাম বৃদ্ধির কারনে কাজ শেষ করা সম্ভব হচ্ছেনা বলে দাবী ঠিকাদারের। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ৪.২কিলোমিটার সড়কে সড়কের জন্য ১কোটি ৯৫ লক্ষ ৬৬হাজার ৫৭১টাকা বরাদ্ধ পান রাকা এন্টারপ্রাইজের ঠিকাদার তপন চক্রবর্তী। চলতি বছরের জানুয়ারি মাসে সড়কের সংস্কার কাজ শুরু হয়ে জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিধারিত সময়ে কাজ শেষ করার কথা থাকলেও অদৃশ্য কারনে সংষ্কার হয়নি সড়কটির।
খলিল সরদার, রাশেদুল হক রাজু, জয়দেব রাহুত নামে কয়েকজন ইজিবাইক চালক ও শহিদুল ইসলাম নামে এক মোটর সাইকেল চালক অভিযোগ করে বলেন, দলূয়া থেকে পাটকেলঘাটা সড়কে যেতে এখন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। এতে প্রায় প্রতিদিনই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে যানবাহন । সাধারন যাত্রীরা তেমন যেতে চায়না এই সড়ক দিয়ে এছাড়া প্রায় ঘটছে দুর্ঘটনা। বিষয়টি তারা বার বার ঠিকাদার সহ স্থানীয় জনপ্রতিনিধিদের বললে কোন ফলপ্রসূ হয় বলে অভিযোগ তাদের। এবিষয়ে সংক্লিষ্ট ঠিকাদার রাকা এন্টারপ্রাইজের সত্তাধীকারী তপন চক্রবর্তীর সাথে যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে সংক্লিষ্ট সুত্রে জানা গেছে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারনে রাস্তায় কার্পেটিং’র কাজ বন্ধ ছিল অতি দ্রুত সংষ্কার কাজ শুরু হবে। তালা উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদার বলেন,চলতি বছরে জানুয়ারি মাসে প্রকল্পটি কাজ শুরু হয়ে জুন মাসে সমাপ্তির কথা ছিল। ঠিকাদের দায়িত্বে অবহেলার কারনে আজও জনদূর্ভোগ পোহাতে হচ্ছে। নিধারিত সময়ে কাজ শেষ করার জন্য ইতিমধ্যে ৫বার সংশ্লিষ্ট ঠিকদারকে চিঠি দিলেও তিনি কোন কর্নপাত করেননি। বিষয়টি নিয়ে জেলা কর্মকর্তাদের জানা হয়েছে দ্রুত সড়কের কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেন ওই কর্মকর্তা।