
বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নর পাইথালী বন্ধুত্বের বন্ধনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় পাইথালী মামুন মার্কেটে বন্ধুত্বের বন্ধনের কার্যালয়ে অসহায় মানুষের হাতে কম্বল বিতরণ করা হয়। বন্ধুত্বের বন্ধনের সভাপতি আমান উল্লাহ পলকের সভাপতিত্বে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ.ব.ম মোছাদ্দেক । সাধারণ সম্পাদক উজ্জ্বলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলতাফ হোসেন,বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল গাইন, সাবেক সভাপতি খায়রুল ইসলাম সরদার, ব্যবসায়ি মামুন গাজী,আবু নছর, সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।