
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় ইউনিয়নের মথুরাপুর মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি লবসা ইউনিয়ন শাখার সভাপতি আনোয়ার পারভেজের সভাপতিত্বে এবং পৌর শাখার সাধারন সম্পাদক মোঃ আলামিন হোসেন ও গ্রাম ডাক্তার হাফেজ মোঃ কুতুব উদ্দীনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সহসভাপতি আশরাফ হোসেন বাবু, সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারন সম্পাদক এম এ হাসান, আলিপুর ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ও জেলা কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম, জেলা কমিটির সদস্য আবু ছালেক এবং মেডিনোভা কার্ডিয়াক এন্ড ডায়াবেটিক সেন্টারের পরিচালক আফতাবুজ্জামান সোহাগ।
এসময় গ্রাম ডাক্তার আহাদুল ইসলাম রবি, মনোতোষ মন্ডল, মশিউর রহমান, আনোয়ার হোসেন, আক্তার হোসেন, শাহিনুর রহমান, বিদ্যারতন সরকার, আলতাফ হোসেন, মনছুর আলী, আফজাল হোসেন, সন্তোষ কুমার, রেজাউল ইসলাম, জাহিদ হোসেন, সমীরন, রাজু আহমেদ, শহিদুল ইসলাম, আতিক মুজাহিদ, আলমগীর হোসেন, মধুসুদন সরকার, মহিতোষ ঢালী, কৃষ্ণ মন্ডল, শেখ সাইদ, জালাল উদ্দীন, আনিছুর রহমান, স্বপন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, দেশের চিকিৎসা সেক্টরের এক অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অংশ হলেন গ্রাম ডাক্তাররা। মানুষ অসুস্থ হলে আগেই যান গ্রাম ডাক্তারের কাছে। গ্রাম ডাক্তাররা অর্থের দিকে না তাকিয়ে আন্তরিকতা নিয়ে মানুষকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন। মহামারি করোনাকালীন ভয়াবহ অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, সেসময় করোনা রোগীর কাছে তার স্বজনরা পর্যন্ত যেতেন না। অথচ আমাদের গ্রাম ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীর বাড়ীতে গিয়ে সেবা দিয়েছেন এবং প্রশংসা কুড়িয়েছেন। মানুষ ভুল ভ্রান্তির উর্দ্ধে নয় উল্লেখ করে তিনি সর্বদা সতর্কতার সাথে নির্ভুল ভাবে প্রাথমিক চিকিৎসা সেবা দিতে গ্রাম ডাক্তারদের প্রতি আহবান জানান।