স্টাফ রিপোর্টার, দেবহাটা: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি আলিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় হল রুমে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি আলিপুর ইউনিয়ন শাখার সভাপতি গ্রাম ডাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংগঠনিক বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক গ্রাম ডাঃ আঃ গফফার ও সহ-সভাপতি গ্রাম ডাঃ আশরাফ হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ আলমগীর হোসেন, সাধারন সম্পাদক গ্রাম ডাঃ এম এ হাসান ও সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ আকতার হোসেন। প্রধান আলোচক ছিলেন খুলনা বিভাগের আর এস এম রুহুল আমিন। বিশেষ আলোচক ছিলেন সাতক্ষীরা জেলা এরিয়া ম্যানেজার আল-আমিন ও মাহমুদপুর ম্যাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম আব্দুর রকিব আল মেহেদী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়নের সভাপতি গ্রাম ডাঃ নাছির উদ্দীন, আলিপুর শাখার সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ জাকির হোসেন ও প্রচার সম্পাদক গ্রাম ডাঃ গোপাল বিশ্বাস প্রমুখ।
প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, পেট ও প্লাস্টিক বোতলে বা পাত্রে যে কোনো ধরনের গরম খাবার (চা ও কফি) খেলে ৫২ধরনের ক্যান্সার হতে পারে এবং প্লাস্টিক বোতলে তরল ঔষধ খেলে ক্যান্সার, লিভার ও কিডনির সমস্যা দেখা দিতে পারে। সেই কারনে বিশেষজ্ঞরা তরল ঔষধ কাঁচের বোতলে উৎপদন করার কথা বলেছেন। তাছাড়া কোন গরম খাবার প্লাস্টিকের পাত্রে রেখে না খাওয়ার উপদেশ দিয়েছেন। ইন্ডিয়া মিনিস্ট্রি অব হেলথ্ ও আমেরিকান ডাক্তারগন বিভিন্ন গবেষনার মাধ্যমে জানতে পেরে এ তথ্য দিয়েছেন, সে কারনে সকল ঔষধ কোম্পানিকে পেট ও প্লাস্টিক বোতলে সকল তরল ঔষধ উৎপাদনে নিষেধাজ্ঞা দিয়েছেন।
আলিপুরে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উদ্যোগে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট