
সাতনদী ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদ বুদ্ধিজীবীদেও স্মরন স্মরণের মধ্য দিয়ে সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বুধবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন: দিবসটি উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা কেন্দ্রিয় শহিদ মিনারে এবং সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়স্থ অস্থায়ী শহিদ বেদিতে জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজি মনিরুজ্জামান, অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) কাজি আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ সজিব খান, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান, মুক্তিযোদ্ধা কমান্ডর বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ : ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ এ.আর.এম মোবাশ্বেরুল হক জ্যোতি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ গভর্নিং বডির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের উপাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ, কলেজের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম, কলেজের প্রদর্শক নিত্যানন্দ সরকার প্রমুখ।
সাতক্ষীরা নাবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়: বুধবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা নাবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজনীন আরা নাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল মালেক গাজী। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ মনজুরুল হক, ম্যানেজিং কমিটির সদস্য মো. ওবায়দুল্লাহ, সিদ্দীকুর রহমান, মো. আতিয়ার রহমান, আব্দুল আলিম বাবু, লিপিকা রানী মিস্ত্রী। নাবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তৈবুর রহমান, এ এইচ এম শামীম পারভেজ, নাজমুল লায়লা বিথী প্রমুখ।
সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা: বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় মাদ্রাসার অধ্যক্ষ’র রুমে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসেন’র সভাপতিত্বে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান সহ শিক্ষকবৃন্দ।