
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে:
দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামের হস্তক্ষেপে পুণঃ সংস্কার করা হয়েছে চন্ডিপুর গ্রামের ইট সোলিং রাস্তাটি।
জানাযায়, ২০২২-২০২৩ অর্থ বছরের গ্রামীর অবকাঠামো রক্ষণাবেক্ষন(টিআর) কর্মসূচির আওয়াতায় দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের চন্ডিপুর মাহবুবর গাজী (মাফু দর্জি)র বাড়ি হতে সরকার পাড়া গামী শাহজান সরদারের দোকান পর্যন্ত ইট সোলিং রাস্তা পুনঃসংস্কার বারদ ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের সভাপতি সংশ্লিষ্ট মহিলা ইউপি সদস্য জুলেখা খাতুন ৫০ হাজার টাকা পেয়ে সংস্কার কাজটি শেষ করেন। প্রকল্পের কাজের অনিয়মের সংবাদ কয়েকয়টি পত্র-পত্রিকা প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি নজরে আসে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের। তাৎক্ষণিক ভাবে তিনি রাস্তাটি আবারও সংস্কারের নির্দেশ দেন প্রকল্পের সভাপতি জুলেখা খাতুনকে। পরবর্তীতে জুলেখা খাতুন প্রকল্পের সম্পূর্ণ টাকা পাওয়ার আগেই রাস্তাটি পুণঃ সংস্কার করে কাজ সমাপ্ত করেন।
সোমবার বেলা ১১ টার দিকে এ প্রকল্পের কাজ পরিদর্শনে যেয়ে সন্তোষ প্রকাশ করে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, প্রকল্প সংলগ্ন রাস্তাটির উভয় পাশে কয়েকটি পুকুর থাকায় কিছু কিছু যায়গায় পুকুর পাড় ভেঙে ইটের সোলিং এলোমেল হয়ে যায়। পুনরায় সেগুলো সংস্কার করে দেওয়া হয়েছে।