
আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
এমপির সফর সঙ্গী হিসেবে ছিলেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি আকবর কবির, বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ভবোতোষ কুমার মন্ডল, নূরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রমের বিষয় ও ১০ ডিসেম্বর সকল নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন এসএম জগলুল হায়দার এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাহনুর আল শাহীন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ গফফার তরফদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পতিত পবন মন্ডল, ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী আব্দুল্ল্যাহ আল মামুনসহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচলনা করেন, পতিত পবন মন্ডল ।