
সংবাদদাতা: সাতক্ষীরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও সাবেক প্যাণেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) সকালে জেলা শহরের কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুর রহমান বাবু। এসময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিসেস রোকসানা পারভিন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক এড. আজাহারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আজগর আলী সরদার, কামরুল ইসলাম, আব্দুল জলিল, বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকাসহ বিদ্যালয়টির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।