নিজস্ব প্রতিবেদক : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এবং ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপনির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় জেলা অফিসার্স ক্লাব ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ১৩৪ জন ভোটারের মধ্যে ১২৮ জন ভোটার তাদের ভোট দিয়েছেন। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল ইসলাম খান ও কোষাধ্যক্ষ আল-আমিন কবির চৌধুরী ডেভিড এর মৃত্যুতে পদ দুটি শুণ্য হলে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপনির্বাচনে প্রাপ্ত ফলাফলে জানা যায়, সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের মনোনীত সাধারণ সম্পাদক প্রার্থী মীর তানজির আহমেদ ৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী শেখ নাসেরুল হক পেয়েছেন ৫৭ ভোট। কোষাধ্যক্ষ পদে সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের মনোনীত ইদ্রিস বাবু ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট মো. শাহ আলম শানু পেয়েছেন ৫৩ ভোট। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপনির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. রেজা রশীদ, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারি মো. সহিদুল ইসলাম, পোলিং এজেন্ট’র দায়িত্ব পালন করেন প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, জিয়াউর বিন সেলিম যাদু, শেখ রফিকুর রহমান ও মো. জেহাদ হোসেন। সকাল থেকে ভোট কেন্দ্র এলাকায় ভোটার সমর্থকদের পদচারণায় ভোট কেন্দ্র এলাকা মুখরিত হয়ে ওঠে। সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের মনোনীত সাধারণ সম্পাদক প্রার্থী মীর তানজির আহমেদ ও কোষাধ্যক্ষ পদে সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের মনোনীত ইদ্রিস বাবু নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলা ক্রীড়া সংস্থার অন্তভূক্ত ক্লাব ও জেলার সকল ক্লাবসহ জেলার বিভিন্ন মহল।
সাজেক্রীস উপনির্বাচনে মীর তানজির আহমেদ ও ইদ্রিস বাবু নির্বাচিত
পূর্ববর্তী পোস্ট