বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে: “জাতীয় সমবায়ী প্রতিষ্ঠানকে হতে হবে জনমুখী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। শিক্ষক উত্তম মন্ডলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক রমেন্দু বাছাড়। বিশেষ অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান ও বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মান্নান। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন সমীরন কুমার বাইন, গীতারানী ও সিনতি রানী।
এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু উপজেলা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। দিবসের শুরুতে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসাবে আশাশুনি ইউসিসিএ, কাদাকাটি গোলাপ মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিঃ গাইয়াখালী সূর্যমুখী সমবায় সমিতি লিঃ ও গাইয়াখালী সমবায় সমিতি লিঃ এর সভাপতির হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আশাশুনিতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যলী ও আলোচনা সভা
পূর্ববর্তী পোস্ট