আহাদুর রহমান জনি: সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপন অভিযান-২০২২ পরিচালিত হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি নির্দের্শে ২০ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক কর্মসম্পাদন (এপিএ) টীমের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দেশব্যাপী ৫০ হাজার গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়। এ অভিযানের মধ্যদিয়ে জেলা ব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব স্থাপনায় ২০৫টি বৃক্ষ রোপন করা হয়।
বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি জেলা কমান্ড্যান্ট শেখ কামরুজ্জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মিয়াজান আলী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সাতক্ষীরা। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রশিক্ষক এইচ এম ইশার আলী। উক্ত অনুষ্ঠানে মোহনপুর আনসার ও ভিডিপি ক্লাব সমিতির অনুকূলে ১০টি গাছ বিতরণ করা হয়। এছাড়াও স্ব স্ব উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার তত্বাবধানে তালা, কলারোয়া, আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করে বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়।