আহাদুর রহমান জনি: আবারও জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬০৮ ভোট পেয়ে তিনি জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ খলিলুল্লাহ ঝড়ু চিংড়ি মাছ প্রতীক নিয়ে পান ৪৪৭টি ভোট। রিটার্নিং অফিসার জেলা প্রশাসক সাতক্ষীরা মোহাম্মদ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।
১৭অক্টোবর সোমবার সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশের ন্যায় সাতক্ষীরার ১২টি কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনের ভোট শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এবার ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। সাতক্ষীরা জেলায় ১০৫৯ জন ভোটারের মধ্যে ১০৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
রিটার্নিং অফিসারের দেওয়া তথ্য মতে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ১নং ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা প্রতীকে ১২৩টি ভোট পেয়ে জয়ী হন ইন্দ্রজীৎ দাশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথী মীর জাকির হোসেন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩৫টি ভোট।
২নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ৭৭টি ভোট পেয়ে জয়ী হন শেখ আমজাদ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথী মতিয়ার রহমান গাজী অটোরিক্সা প্রতীকে পেয়েছেন ৪৪টি ভোট।
৩নং ওয়ার্ডে অটোরিক্সা প্রতীকে ১২৮টি ভোট পেয়ে জয়ী হন সৈয়দ আমিনুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথী গোলাম মোস্তফা তালা প্রতীকে পেয়েছেন ৩০টি ভোট।
৪নং ওয়ার্ডে তালা প্রতীকে ৮৪টি ভোট পেয়ে জয়ী হন নজরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথী আল ফেরদাউস হাতি প্রতীকে পেয়েছেন ৬১টি ভোট।
৫নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ১১৫টি ভোট পেয়ে জয়ী হন শেখ ফিরোজ কবির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথী মোঃ ফজলুল হক বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ২৪টি ভোট।
৬নং ওয়ার্ডে তালা প্রতীকে ৬৩টি ভোট পেয়ে জয়ী হন মোঃ আব্দুল হাকিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথী মোঃ মহিতুর রহমান হাতি প্রতীকে পেয়েছেন ৪৫টি ভোট।
৭নং ওয়ার্ডে হাতি প্রতীকে ৬৫টি ভোট পেয়ে জয়ী হন শেখ আমজাদ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথী মাকছুদুর রহমান টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৬১টি ভোট।
সংরক্ষিত ১নং ওয়ার্ডে দোয়াত কলম প্রতীকে ২০৫টি ভোট পেয়ে জয়ী হন মাহফুজা সুলতানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথী রোকেয়া মোসলেম উদ্দীন ফুটবল প্রতীকে পেয়েছেন ১৫১টি ভোট।
সংরক্ষিত ২নং ওয়ার্ডে মাইক প্রতীকে ১৪৭টি ভোট পেয়ে জয়ী হন শাহনওয়াজ পারভীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথী নাজমুননাহার মুন্নি বই প্রতীকে পেয়েছেন ১১৭টি ভোট।
সংরক্ষিত ৩নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে ১৫৩টি ভোট পেয়ে জয়ী হন শিল্পী রাণী মহালদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথী রোজিনা পাভীন দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৯৮টি ভোট।
আবারও চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম
পূর্ববর্তী পোস্ট