
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ী বাজারে বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকের নাম সোহাগ সরদার (২৪)। সে ইউনিয়নের বকচর গ্রামের আঃ গনি সরদারের ছেলে। তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১টার দিকে এ ঘটনাটি ঘটে। ওয়াইফাই লাইন পরিচালক একই গ্রামের সালাম সরদারের ছেলে মেহদী হাসান নাকতাড়া কালিবাড়ী বাজারে গোলাম মোস্তফার বিল্ডিং এর দ্বিতীয় তলায় ভাড়াটিয়ার ওয়াইফাই লাইন সংযোগ দেওয়ার কাজ করছিলেন। সোহাগ সরদার দ্বিতীয় তলার ছাদে উঠে ওয়াইফাই এর তার টানার সময় অসতর্কতাবশতঃ বিল্ডিং কাছ দিয়ে চলে যাওয়া বিদ্যুৎ লাইনে স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়েন। সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। এতে সোহাগের ডান হাত ও পিঠের অংশ বিশেষ ঝলছে গেছে। খবর পেয়ে আশাশুনি থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থানে পৌছে সোহাগকে উদ্ধার করে দ্রুত আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কালিবাড়ি বাজার কমিটির সেক্রেটারী জুলফিকর সরদার বলেন, ওয়াইফাই তার টানানোর সময় সে বিদ্যুতায়িত হয়। ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আশাশুনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম আজাদ মোড়ল জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থানে গিয়ে বিদ্যুতায়িত সোহাগকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।