
আহাদুর রহমান জনি: আগরদাড়ি ইউনিয়নের কাঠালতলায় রাস্তা দখল করে বাড়ি নির্মানের অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সংবাদ পেয়ে মাসুদুর রহমান ঘটনাস্থলে যেয়ে কাজ বন্ধ করে দিলেও শনিবার থেকে আবারও কাজ শুরু করেছে মাদ্রাসা শিক্ষক।
সাতক্ষীরা সদরের আগরদাড়ি ইউনিয়নের জেএল ৫০, এসএ ৭৬ ও আর,এস৭৯ দাগে কাঠালতলা গ্রামের সলিমুদ্দিন মাস্টার সরকারি রাস্তা কেটে বাড়ি করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ বার বার বারন করা স্বত্ত্বে তারা কথা না শুনে রাস্তা কেটে গ্রেট বিম করার জন্য ভিট কাটছে। ফলে নায়েব বরাবর অভিযোগ দিলে আগরদাড়ি ইউনিয়নের নায়েব আব্দুল হামিদ চৌধুরী ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। দুই দিন কাজ বন্ধ রাখার পর আবারও শনিবার থেকে বাড়ি নির্মানের কাজ শুরু করে মাদ্রাসা শিক্ষক সলিমুদ্দিন। চলাচলের এই সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের কাজ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে মাদ্রাসা শিক্ষক বলেন, ২০০৫ সালের মাপ অনুযায়ী আমি ঘরের ভিট কেটেছি। নায়েব এসে আমাকে কাজ বন্ধ রাখতে বললে আমি কাজ বন্ধ রাখি। তিনি আমাকে সরকারি আমিন দিয়ে জমি মেপে বাড়ি করতে বলেছেন।
আগরদাড়ি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নায়েব আব্দুল হামিদ চৌধুরী জানান, তাদের আমি বৃহস্পতিবার কাজ করতে বারন করে এসেছিলাম। আজ (শনিবার) স্থানীয়দের ফোন পেয়ে তাদের আবারও কাজ করতে মানা করি। কোন ভাবেই সরকারি রাস্তা দখল করতে দেয়া হবে না।