সংবাদদাতা: জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং পুনরায় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম গতকাল শনিবার সকাল ১১ টায় পাটকেলঘাটায় ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোটারদের সাথে মত বিনিময় করেন।
সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার শেখ আব্দুল হাই’এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এছাড়া মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি শেখ শওকাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, সরুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর হাজারী, সরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার শেখ জামসেদ আলী, ৪নং ওয়ার্ড মেম্বার শেখ মাসুদ রানা সহ সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
সরুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট