লিটন ঘোষ বাপি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠিক কর্মকান্ড আরো গতিশীল করার লক্ষে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) দেবহাটা ও কালিগঞ্জ উপজেলা যুব পার্টির কমিটি গঠন করা হয়েছে।
শনিবার নলতা বাজার এলকায় দলটির কালিগঞ্জ কার্যালয়ে এ আলোচনা সভা পরবর্তী এ কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় কালিগঞ্জ উপজেলা ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ডাঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি আব্দুল হামিদ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি অশিম কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক দেবব্রত অধিকারী, জেলা যুব পার্টির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা এনপিপিথর সভাপতি শেখ আহছানাল মাহমুদ বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ছোট, কালিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
এসময় বক্তরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায়, জাতীয়বাদ ও ধর্মীয় মূল্যেবোধের ভিত্তিতে ন্যাশনাল পিপলস পার্টির জন্ম হয়েছে। আগামী সংসদ নির্বাচনে দেশে বিভিন্ন স্থাানে দলটি নির্বাচনে অংশ নেবেন। সাতক্ষীরার ৪টি আসনে প্রার্থী দেওয়া হবে। সকল নেতাকর্মীদের সুসংগঠিত হয়ে এক সাথে কাজ করতে হবে। দল যাকে মনোনয়ন দেবে তাকে সমার্থন দিয়ে জয় ছিনিয়ে আনতে হবে।
এদিকে, সভা শেষে ২ উপজেলার কমিটি ঘোষনা প্রদান করা হয়। এতে দেবহাটা উপজেলা যুবপার্টির সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। এছাড়া কালিগঞ্জ উপজেলা যুব পার্টির সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক শাহজাহান আলী এবং সাংগঠনিক সম্পাদক আব্দুস সেলিম কে মনোনিত করে কমিটি ঘোষনা প্রদান করা হয়।
দেবহাটা ও কালিগঞ্জ উপজেলা যুব পার্টির কমিটি গঠন
পূর্ববর্তী পোস্ট