
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি কক্সবাজার সদর উপজেলার সাহিত্যিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক মানসিক নির্যাতনের কারণে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাকিলা মনছুরের স্ট্রোকজনিত অকাল মৃত্যু ও রাজশাহী জেলার পবা উপজেলার হাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস কে কান ধরে উঠবস করানোর প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সাতক্ষীরাতেও বৃহস্পতিবার কালোব্যাজ ধারণ করেছেন ৭ উপজেলার প্রায় সব কয়টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ নং-এস ১২০৬৮) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ স্বাক্ষরিত ৩ (তিন) দিনের কর্মসূচীর অংশ হিসেবে আজ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলার সাতটি উপজেলার শিক্ষকরা কালোব্যাজ ধারণ করে সহকারী শিক্ষক সাকিলা মনছুর এর অকাল মৃত্যু ও জান্নাতুল ফেরদৌস কে কান ধরে উঠবস করানোর প্রতিবাদ জানান।
এছাড়া উল্লেখিত ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এবং দোষীদের শাস্থির দাবিতে বিবৃতি দেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কলারোয়া উপজেলার সভাপতি আরিফুজ্জামান কাকন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র মন্ডল, কালীগঞ্জ উপজেলার সভাপতি গোলাম রহমান ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ অধিকারী (শিলন), দেবহাটা উপজেলার সভাপতি আব্দার রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল আলম, সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান (সবুজ), সাতক্ষীরা জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস ইকবাল (আশীষ) ও শাহিনা আখতার এবং সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান প্রমুখ।
এ ব্যপারে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ নং-এস ১২০৬৮) এর সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি পঙ্কজ কুমার বর্মন জানান, সাতক্ষীরা জেলার সকল উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাান শিক্ষক ও সহকারী শিক্ষরা স্বতোস্ফুর্ত ভাবে উল্লেখিত ২ টি ঘটনার প্রতিবাদ জানিয়েছেন এজন্য আমরা কৃতজ্ঞ।
সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ-আল-তারিক জানান, আগামী ৭ সেপ্টেম্বর এর মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বর বাংলাদেশের সকল উপজেলায় মানববন্ধন এবং ১১ সেপ্টেম্বর স্ব স্ব উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয় বরাবর স্মারকলিপি পেশ করা হবে।