বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে: আশাশুনি উপজেলার খাজরা ইউযনিয়নের পারিশামারী নয়ারাবাদ ফটিকখালি মাধ্যমিক বিদ্যালয় এর পরিচালনা কমিটি নির্বাচনের লক্ষ্যে ঘোষিত তফশীল অনুযায়ী নমিনেশন পত্র সংগ্রহের ১ম দিনে ১১টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে। সোমবার (২২ আগষ্ট) স্কুল থেকে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে নমিনেশন পত্র সংগ্রহ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক সদস্য ও দ্বাতা সদস্য পদে নির্বাচনের লক্ষ্যে সোমবার থেকে নমিনেশন পত্র বিক্রয় শুরু হয়েছে। প্রথম দিনে অভিভাবক সদস্য ৫টি পদে (সংরক্ষিত মহিলা সদস্য একটিসহ) ১০টি মনোনয়ন পত্র বিক্রয় হয়েছে। আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিস থেকে রমজান আলি ৫ জন প্রার্থীর পক্ষে ৫টি মনোয়নপত্র সংগ্রহ করেন। স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বাচ্চু একজন দাতা সদস্যের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
পূর্ববর্তী পোস্ট