সংবাদদাতা: ২০০৪ সালের ২১ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা ও আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ আগস্ট) বেলা ১২ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধু ছাত্রহল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মেডিকেল কলেজের একাডেমিক ভবন প্রদক্ষিণ করে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন বলেন, বিএনপি-জামাত জোট সরকারের পৃষ্টপোষকতায় ২০০৪ সালে এ বর্বরোচিত বোমা হামলা ঘটানো হয়েছিল। আজমল হোসেন বর্বরোচিত গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। প্রতিবাদ সমাবেশ শেষে গ্রেনেড হামলায় নিহত আওয়ামীলীগ নেত্রী আইভিরহমানসহ সকলের আত্মার মাগফেরাত কামনা করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সামেক ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশ
পূর্ববর্তী পোস্ট