
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সাব রেজিষ্ট্রি অফিসের বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে। সোমবার আশাশুনি সাব রেজিঃ অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুননেছা মুজিব সহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা সাব রেজিষ্ট্রার কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি আলোচনা রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শম্ভুজিৎ মন্ডল। অফিস সহকারী শেখ আকরাম হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন উপজেলা যুবলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান স.ম. সেলিম রেজা মিলন, শ্রমীক লীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, উপজেলা দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বদরুদ্দোজা সানা, কৃষকলীগের আইনবিষয়ক সম্পাদক এম এম সাহেব আলী, যুবলীগ নেতা পরেশ অধিকারী, মোহরার দীনেশ কুমার মল্লিক, গোলদার আব্দুস সামাদ, টি,সি মোহরার রবিউল ইসলাম, নকল নবিশ নির্মল কুমার সরদার, উপজেলা দলিল লেখক সমিতির কর্মকর্তা মোর্শেদ মাহবুব, লিপ্টন, আহসান উল্লাহ আছু, আইয়ুব আলী, নকল নবিশ বিজন সরকার, দীগন্ত তরফদার, নাজমুল হুসাইন, ইছাফুল কবির সহ নকল নবিশের বিভিন্ন ব্যক্তিবর্গ।