
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার নারীদের একটি বিক্ষোভে ফাঁকা গুলি ছুড়েছে তালেবান যোদ্ধারা। এ সময় তারা লাঠিচার্জ করে বলেও অভিযোগ ওঠে। বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ আগস্ট তালেবানের দ্বিতীয় দফা ক্ষমতা দখলের বর্ষপূর্তি উপলক্ষ্যে এই বিক্ষোভ করেন নারীরা। কাবুলের শিক্ষা মন্ত্রণালয়ের গেটের সামনে দাঁড়িয়ে প্রায় ৪০ জনের মতো নারী ‘রুটি, রুজি, স্বাধীনতা’ বলে শ্লোগান দিতে থাকে। এ সময় তালেবান সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
কয়েকজন নারী পার্শ্ববর্তী দোকানে দিয়ে আশ্রয় নিলে সেখানেও তালেবান সদস্যরা তাদের ধাওয়া করে রাইফেলের বাট দিয়ে মারধর করে।
দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর তালেবান আগের কঠোর শরিয়া আইন থেকে সরে আসার ঘোষণা দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। শিক্ষা কিংবা কর্মক্ষেত্রসহ সব জায়গাতেই দেশটির নারীদের ওপর আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ।