
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: সদর উপজেলার শ্রীরামপুর ফুটবল মাঠে শ্রীরামপুর তরুণ সংঘ আট দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় অনুষ্ঠিত উক্ত সেমি ফাইনাল খেলায় ভোমরা বন্দর গোডাউন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন(১১৫৯/১১৫৫)ফুটবল একাদশ, ভাতশালা ফুটবল একাদশকে ১-০ গোলে টাইব্রেকারে পরাজিত করে,ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। দ্বিতীয় রাউন্ডের উক্ত সেমি ফাইনাল খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আ: গফুর, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ভোমরা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন(১৯৬৫/০৯) এর সভাপতি আশরাফুল ইসলাম বাবলু, ইউপি সদস্য মোসলেম আলী, সাবেক ইউপি সদস্য বজলুর রহমান, স্থানীয় ওয়ার্ড আ’লীগ এর সভাপতি বাবলু বিশ্বাস, সহিদুল ইসলাম সহিদ সরদার, আ’লীগ নেতা শওকাত আলী গাইন, শ্রীরামপুর তরুণ সংঘের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবু অহিদ বাবলু, নাছির উদ্দীন ও শাম্মু চেীধুরী।