কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের মঙ্গলকোটে ইউনিয়নের বসুন্তিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শুক্রবার বিকালে রংধনু আর্ট একাডেমী নামে একটি আর্ট স্কুলের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলকোট ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ নূর আল আহসান বাচ্চুর সভাপতিত্বে ও প্রভাষক মহাসিন হোসেন মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে রংধনু আর্ট একাডেমীর উদ্বোধন ঘোষণা করেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আতিয়ার রহমান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মঙ্গলকোট আওয়ামী লীগনেতা আব্দুল খালেক ও ইউপি সদস্য কামরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি ইব্রাহীম রেজা, উন্নয়নের পরিচালক আব্দুর রহিম, সাংবাদিক শামীম আখতার মুকুল, সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংধনু আর্ট একাডেমীর চেয়ারম্যান নাজমূল হুসাইন ও পরিচালক মিষ্টি মন্ডল। উল্লেখ্য, প্রতি শুক্রবার বিকালে বসুন্তিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আর্ট ও সুন্দর হাতের লেখা শেখানো হবে।