নিজস্ব প্রতিবেদক: যশোর মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের প্রভাবশালী পরিবারের নির্যাতনে এক অসহায় নারী বাড়ী ছাড়া হয়েছে।শুধু তাই নয় ওই প্রভাবশালী পরিবারের সন্তান আসাদ দীর্ঘ দিন ধরে ঐ নারীকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অশালীন অঙ্গভঙ্গি সহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। ভুক্তভোগী নারী আগেও এই প্রভাবশালী পরিবারের সদস্যদের হাতে নির্মম নির্যাতনের শিকার হলে মনিরামপুর থানায় লিখত অভিযোগ দায়ের করলে বিবাদী প্রভাবশালী পরিবার হওয়ায় বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রর্দশনের মধ্যে অভিযোগ প্রত্যাহার করাতে বাধ্য করে।স¤প্রতি গত ১২ মে আবারও ওই প্রভাবশালী পরিবারের সদস্য চরিত্রহিন লম্পট আসাদ ঐ নারীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে ব্যার্থ হয়ে স্বর্ণের কানের দুল একটা আইটেল মোবাইল ছিনিয়ে নেয় যার আনুমানিক মূল্য মূল্য ৬০হাজার টাকা। তবে ঐ নারী নিজের ইজ্জত বাঁচাতে ও ঘরে থাকা স্বর্ণের দামী একজোড়া কানের দুল রক্ষা করতে রুমে থাকা টর্চ লাইট দিয়ে আঘাত করলে লম্পট আরো ক্ষিপ্ত হয়ে ঐ নারীর উপর হামলা করলে সন্তান কে রেখে ঘর থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে।তবুও লম্পট আসাদ ক্ষান্ত না হয়ে দল বেধে ঐ নারীর পিছনে ধাওয়া করে। একপর্যায়ে রাস্তায় উঠলে অসহায় নারীর ভাইকে পেয়ে তাকে হত্যার জন্য মারপিট করতে উদ্যাত্ব হয়।পাশে থাকা প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে তাকে রক্ষা করে বলে জানান ভুক্তভোগী নারীর ভাই ইব্রাহিম মোড়ল।
এ বিষয়ে মণিরামপুর থানায় আসাদ (৩৫)পিতা মৃত্যু অজেদ আলী মোড়ল কে প্রধান বিবাদী করে সঙ্গীয় আনার (৫০)পিতা মৃত্যু শহিদুলাহ, মোঃ শামিম (২০)পিতা মোঃ আসাদ মোঃ রাসেল (২৫)পিতা মোঃ মোসলেম মোড়ল,ইমদাদুল (৩৫) পিতা আমজেদ আলী মোড়ল হাসান(৩৭) পিতা মুনছুর আলী মোড়ল সর্ব সাং ডুমুরখালি মণিরামপুর যশোর কে বিবাদী করে লিখত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় লিখতে অভিযোগ দায়ের করলে বিবাদী পক্ষ আরো ক্ষিপ্ত হয়ে অসহায় নারীকে হত্যা করবে এমন ভয়ভীতি ও হুমকি দিয়ে বিভিন্ন এলাকায় খোঁজখুজি করছে বলে ভুক্তভোগী নারী জানান।তবে গত ১২ মে উক্ত ঘটনার পর থেকে অসহায় নারী বাড়ী ছাড়া হতে বাধ্য হয়েছে মৃত্যুর ভয়ে। নারীর পক্ষে প্রভাবশালী কেউ না থাকায় পথে পথে ঘুরছে বলে জানান ভুক্তভোগী নারীর ভাই ইব্রাহিম মোড়ল ও ঘটনার স্বাক্ষীরা সহ স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী। এবিষয়ে তদন্ত কর্মকর্তা ঝাঁপা ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।