
সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে: আশাশুনিতে বিভিন্ন রোগে আক্রান্ত রোগিদের মাঝে চিকিৎসা সহায়তা বাবদ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার ১১ ইউনিয়নের ২৩ রোগিকে ৫০ হাজার টাকা করে ১১ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।